skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাUse of Masks declining: উদ্বেগের ওমিক্রন, এরই মধ্যে মাস্ক খুলে ফেলে বিপদ...

Use of Masks declining: উদ্বেগের ওমিক্রন, এরই মধ্যে মাস্ক খুলে ফেলে বিপদ ডাকছে কলকাতা

Follow Us :

কলকাতা: আর তিন দিন পরই কলকাতার (Use of Masks declining) পুরভোট (Kolkata Municipal Corporation 2021)। ভোটের প্রচার তুঙ্গে উঠেছে। শুক্রবার প্রচার শেষ। শাসক ও বিরোধী দলের নেতানেত্রীরা প্রচারে ব্যস্ত। প্রচারে ভিড়ও হচ্ছে বিস্তর। মঙ্গলবার ফুলবাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও বিপুল ভিড় দেখা গিয়েছে (Omicron in India)। কিন্তু ভিড়ে দেখা মেলেনি মাস্কের। জনসভাতেও মুখ্যমন্ত্রী আমজনতার মাস্ক (Omicron) পরার কথা স্মরণ করে দিয়েছিলেন। শাসক বিরোধী সব দলের প্রচারে অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের আশঙ্কা ও উদ্বেগ ঠিক এই জায়গাতেই। দুর্গা পূজার আগেই বিশেষজ্ঞরা ভিড় নিয়ে সতর্কতা জারি করেছিলেন। তার মধ্যেই নতুন বিপদ ওমিক্রন (Omicron in India)। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মুহূর্তের অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে।

সম্প্রতি দেশে গবেষকদের এক রিপোর্ট বলছে,  শুধু কলকাতা নয় সব শহরেই মানুষের সচেতনতা কমছে, কমছে মাস্ক ব্যবহারের প্রবণতা। একইসঙ্গে স্যানিটাইজার ব্যবহারের গ্রাফও নিম্নমুখী। এসব নিয়েই কলকাতা টিভি ডিজিটাল   কথা বলেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। ঘুরে দেখেছে কলকাতা শহরের অলিগলি। তাতেও ধরা পড়েছে মাস্কহীন মানুষের ছবি।

 

দুয়ারে ওমিক্রন, মাস্ক ভুলেছে কলকাতা

মাস্ক খুলে ফেলছেন শহরবাসী, এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা বিপজ্জনক কলকাতা?   

 কী বলছেন চিকিৎসকরা?

          অমিতাভ নন্দী

ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী বলেন, ‘এখনও মানুষ সতর্ক নয়। যে ভাবে পুরভোটের প্রচারে ভিড় হচ্ছে, তাতে সংক্রমণের হার আরও বাড়বে।   তবে ওমিক্রনের প্রভাব বুঝতে আরও মাসখানেক প্রয়োজন। সময় এলে বোঝা যাবে ওমিক্রনের বিপদ কতটা ভয়াবহ।’

 

 

মাস্ক ছাড়াই বড়বাজারে কেনাকাটা করছেন সাধারণ মানুষেরা
   সুমন পোদ্দার

শহরের আরও এক ভাইরোলজিস্ট সুমন পোদ্দারের মতে, ‘এখনও জেগে ঘুমোচ্ছে মানুষ। নাগরিক হিসেবে দায়িত্ব পালন করছে না তারা। যে পরিস্থিতিতে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামুলক,তখনই মাস্ক খুলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষ। তবে ওমিক্রন নিয়ে এখনই আতঙ্কের কারণ নেই। যত দ্রুত সম্ভব শিশুদের টিকার ব্যবস্থা করতে হবে সরকারকে।’  

 

মাস্ক নেই, স্টেশনে ভিড় যাত্রীদের
অরিন্দম বিশ্বাস

অতিমারি বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, মিক্রন নিয়ে এখনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি বাংলায়। তবে পুরভোটের প্রচারে যে ভাবে মানুষের ঢল নেমেছে, তাতে সরকারের আরও কঠোর হওয়া উচিত। আমজনতা এখনই সতর্ক না হলে তৃতীয় ঢেউ হানা দিতে বেশি সময় নেবে না।  সরকারকে আরও সতর্ক থাকতে হবে।’  

 

ক্রেতা-বিক্রেতা সকলেই মাস্কহীন
      শিব্ব্রত বন্দ্যোপাধ্যায়

অতিমারি বিশেষজ্ঞ শিব্ব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ছয় গুন দ্রুততার সঙ্গে সংক্রমণ করতে পারে এই স্ট্রেনটি। করোনার এই প্রজাতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। এমনকী করোনার টেস্টকে ফাকি দেওয়ার ক্ষমতাও রাখে এই স্ট্রেনটি। তাই প্রশাসন, চিকিৎসক এবং জনসাধারণকে একসঙ্গে সহযোগিতা করতে হবে।’ 

 

 

পাড়ার মোড়ে মাস্ক না পরেই গল্পে বিভোর সাধারণ মানুষ

বছর যত শেষের দিকে এগোচ্ছে, ততই ভোটের প্রচার হোক বা বাজার হোক, শহরের সর্বত্রই ধরা পড়ছে মাস্কহীন মানুষের ছবি। ব্যতিক্রম শুধু মেট্রো রেল। লোকাল ট্রেন, বাস-ট্রাম, রাস্তা ঘাটে অধিকাংশ মানুষের মুখেই মাস্ক থাকছে না। আবার অনেকের থুতনিতে ঝুলছে মাস্ক। প্রশ্ন উঠেছে, তবে কি অভাব শুধু সচেতনতার, নাকি ভয় কেটে যাচ্ছে মানুষের? মানুষ কি আরও বেপরোয়া হয়ে উঠছে?

বালাই নেই মাস্কের

কলকাতার ভোট শেষ হলে সামনের বছর অন্যান্য পুরসভাতেও ভোট। তারও আগে রয়েছে বর্ষ শেষ ও নববর্ষের উৎসব। ভিড় এড়ানো যাবে না। সেই পুরভোট এবং ওই দুই উৎসবেও। বিশেষজ্ঞরা এখন থেকেই আগাম সতর্কতার কথা বলছেন। তাতে মানুষ কতটা কান দেবে, প্রশ্ন সেটাই।   

 

 

RELATED ARTICLES

Most Popular